ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / 85

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে, তখন একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দেয়ার জন্য বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২৯ মার্চ) সকালে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, একাত্তরে আমরা দেখেছি এ অপশক্তি কীভাবে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর তারা ভেবেছিল এই বাংলাদেশ আর মানবিকতার পথে হাটবে না। কিন্তু তাদের সেই চিন্তা-কর্ম ভুল প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশ মানবিকতা, উন্নয়ন-অগ্রগতিতে সমগ্র পৃথিবীকে নাড়া দিয়েছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু জাতীয়ভাবে নয়; আন্তর্জাতিকভাবে একজন মানবিক ও সাহসী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। করোনার এই ভয়াবহতার মধ্যেও বাংলাদেশে আমাদের আঞ্চলিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগ্যতা, দূরদর্শিতা ও উচ্চতা। সেটা আমরা দেখি যখন প্রধানমন্ত্রীর আহ্বানে এসব নেতারা বাংলাদেশে ছুটে আসে। আমরা যখন দেখি আমেরিকা, রাশিয়াসহ তাবত দুনিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা পাঠাচ্ছেন। তখন আমরা বুঝতে পারি আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন উচ্চতায় চলে গেছেন।

খালিদ বলেন, এরকম একজন মানুষের নেতৃত্বে আমরা যখন রাজনীতি করি, নিশ্চয়ই আমাদের কিছু দায় আছে। মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা মোকাবিলায় রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে

আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে, তখন একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দেয়ার জন্য বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২৯ মার্চ) সকালে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, একাত্তরে আমরা দেখেছি এ অপশক্তি কীভাবে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর তারা ভেবেছিল এই বাংলাদেশ আর মানবিকতার পথে হাটবে না। কিন্তু তাদের সেই চিন্তা-কর্ম ভুল প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশ মানবিকতা, উন্নয়ন-অগ্রগতিতে সমগ্র পৃথিবীকে নাড়া দিয়েছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু জাতীয়ভাবে নয়; আন্তর্জাতিকভাবে একজন মানবিক ও সাহসী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। করোনার এই ভয়াবহতার মধ্যেও বাংলাদেশে আমাদের আঞ্চলিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগ্যতা, দূরদর্শিতা ও উচ্চতা। সেটা আমরা দেখি যখন প্রধানমন্ত্রীর আহ্বানে এসব নেতারা বাংলাদেশে ছুটে আসে। আমরা যখন দেখি আমেরিকা, রাশিয়াসহ তাবত দুনিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা পাঠাচ্ছেন। তখন আমরা বুঝতে পারি আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন উচ্চতায় চলে গেছেন।

খালিদ বলেন, এরকম একজন মানুষের নেতৃত্বে আমরা যখন রাজনীতি করি, নিশ্চয়ই আমাদের কিছু দায় আছে। মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা মোকাবিলায় রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

নিউজ লাইট ৭১