ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 115

এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো। নেই তেমন ঘন কুয়াশা, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি। প্রকৃতি অনুকূল হওয়ায় এবার আমের ফলন ভালো হবে বলে জানাচ্ছেন চাষি ও বিশেষজ্ঞরা।

তারা জানাচ্ছে, এবার ফরিদপুর অঞ্চলের আম গাছে যে মুকুল এসেছে তার ১ শতাংশ গুটি থাকলে বাম্পার ফলন হবে।

বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে কুয়াশা, ঝড়-ঝঞ্ঝা আর শিলাবৃষ্টির কোন ধকল এখন পর্যন্ত নেই। এখন দানা বেঁধেছে আমের গুটি। স্বর্ণালী মুকুল ঝরিয়ে শাখা-প্রশাখায় দোল খেতে শুরু করেছে সেই গুটি। গুটিবাঁধা সেই সবুজ দানাতেই এখন স্বপ্ন দেখছেন ফরিদপুরের আমবাগানীরা।

এই মৌসুমের এই বিশেষ সময়ে গাছে যত্ন আরো বেড়ে যাচ্ছে। আমগাছে কীটনাশক স্প্রে, গোড়ায় পানি দেয়াসহ দেখভালের কাজ এখন চলছে পুরোদমে।

অন্য বছরের তুলনায় এবার ফরিদপুরের প্রায় গাছেই পর্যাপ্ত মুকুল এসেছে। এগুলোর বেশিরভাগেই গুটি বেঁধেছে আম। আর আগে থেকেই ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করেছে আম বাগানীরা। আর হপার পোকার আক্রমণ দুর করতেও স্প্রে করা হচ্ছে।

জেলা কৃষি অফিস জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হবে। এখনো কোন প্রাকৃতিক সমস্যা দেখা যায়নি। চাষিরা প্রথম অবস্থায় কীটনাশক প্রয়োগ করেছে এখন গুটির জন্য আরেকবার প্রয়োগ করতে হবে। প্রতিটি গাছের মুকুলে একটি করে গুটি থাকলেই বাম্পার ফলন হবে বলে জানায় কৃষি অফিস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো

আপডেট টাইম : ০৬:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো। নেই তেমন ঘন কুয়াশা, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি। প্রকৃতি অনুকূল হওয়ায় এবার আমের ফলন ভালো হবে বলে জানাচ্ছেন চাষি ও বিশেষজ্ঞরা।

তারা জানাচ্ছে, এবার ফরিদপুর অঞ্চলের আম গাছে যে মুকুল এসেছে তার ১ শতাংশ গুটি থাকলে বাম্পার ফলন হবে।

বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে কুয়াশা, ঝড়-ঝঞ্ঝা আর শিলাবৃষ্টির কোন ধকল এখন পর্যন্ত নেই। এখন দানা বেঁধেছে আমের গুটি। স্বর্ণালী মুকুল ঝরিয়ে শাখা-প্রশাখায় দোল খেতে শুরু করেছে সেই গুটি। গুটিবাঁধা সেই সবুজ দানাতেই এখন স্বপ্ন দেখছেন ফরিদপুরের আমবাগানীরা।

এই মৌসুমের এই বিশেষ সময়ে গাছে যত্ন আরো বেড়ে যাচ্ছে। আমগাছে কীটনাশক স্প্রে, গোড়ায় পানি দেয়াসহ দেখভালের কাজ এখন চলছে পুরোদমে।

অন্য বছরের তুলনায় এবার ফরিদপুরের প্রায় গাছেই পর্যাপ্ত মুকুল এসেছে। এগুলোর বেশিরভাগেই গুটি বেঁধেছে আম। আর আগে থেকেই ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করেছে আম বাগানীরা। আর হপার পোকার আক্রমণ দুর করতেও স্প্রে করা হচ্ছে।

জেলা কৃষি অফিস জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হবে। এখনো কোন প্রাকৃতিক সমস্যা দেখা যায়নি। চাষিরা প্রথম অবস্থায় কীটনাশক প্রয়োগ করেছে এখন গুটির জন্য আরেকবার প্রয়োগ করতে হবে। প্রতিটি গাছের মুকুলে একটি করে গুটি থাকলেই বাম্পার ফলন হবে বলে জানায় কৃষি অফিস।

নিউজ লাইট ৭১