ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাজী সেলিমের ১০ বছরের সাজা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / 103

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

তারও আগে, গত ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন উচ্চ আদালত। সেই আদেশ অনুসারে নথি আসার পর গত ৩১ জানুয়ারি আপিল শুনানি শুরু হয়।

এদিকে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হাজী সেলিমের ১০ বছরের সাজা

আপডেট টাইম : ০৭:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

তারও আগে, গত ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন উচ্চ আদালত। সেই আদেশ অনুসারে নথি আসার পর গত ৩১ জানুয়ারি আপিল শুনানি শুরু হয়।

এদিকে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

নিউজ লাইট ৭১