ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • / 178

ফাইল ছবি

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এরশাদুল হক (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৫/২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদুল পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার মৃত এহছানুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, এরশাদুলসহ কয়েকজন যুবক গরু আনতে বুড়িমারী ৮৪৫/২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে যান।

ভোরে গরু নিয়ে ফেরার পথে ওই সীমান্তের প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে চেংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে গুলিবিদ্ধ হন এরশাদুল। তাকে উদ্ধার করে তার সহযোগীরা দেশে ফেরার পথে এরশাদুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করতে সীমান্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

Tag :

শেয়ার করুন

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এরশাদুল হক (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৫/২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদুল পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার মৃত এহছানুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, এরশাদুলসহ কয়েকজন যুবক গরু আনতে বুড়িমারী ৮৪৫/২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে যান।

ভোরে গরু নিয়ে ফেরার পথে ওই সীমান্তের প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে চেংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে গুলিবিদ্ধ হন এরশাদুল। তাকে উদ্ধার করে তার সহযোগীরা দেশে ফেরার পথে এরশাদুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করতে সীমান্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।