পিয়াজ আসছে বিমানে
- আপডেট টাইম : ১০:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / 111
এবার কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৭ নভেম্বর) থেকে সরকারিভাবে টিসিবি এবং বেসরকারি খাতের এস আলম গ্রুপ তুরস্ক-মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে বলে জানা গেছে।
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন শুক্রবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, যতদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হবে, ততদিন এয়ার কার্গোতে পেঁয়াজ আমদানি করা হবে।
তিনি আরো বলেন, বাজারের এই পরিস্থিতিতে সরকার মিশর ও তুরস্ক থেকে বিমানযোগে পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার এই পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে। তারপর টিসিবির মাধ্যমে সারা দেশে ব্যাপকভিত্তিতে পেঁয়াজ বিপণন করা হবে।
এরইমধ্যে পেঁয়াজ আমদানির জন্য একজন উপসচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া একজন উপসচিব মিশরে রয়েছেন।
সচিব বলেন, এই প্রথম সরকার নিজ উদ্যোগে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত এবং সমুদ্র পথে পেঁয়াজ আসার আগ পর্যপ্ত এভাবে চালিয়ে নেয়া হবে।
শুধু মিশর তুরস্ক নয়, ইউক্রেইন, আফগানিস্তানসহ আরো কয়েকটি দেশ থেকে বিমান যোগে পেঁয়াজ আনতে কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে।