ভয়েস মেসেজ চালু করলো
- আপডেট টাইম : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / 100
ভয়েস মেসেজ চালু করলো মাইক্রোব্লগিং সাইট টুইটার। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানো যাবে। তবে সব দেশে টুইটারে এই সেবা চালু করেনি। শুরুতে ভারত, ব্রাজিল ও জাপানের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। শিগগিরই অন্যান্য দেশে ভয়েস মেসেজ চালু করবে টুইটার।
টুইটার জানিয়েছে, সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠানো যাবে এই ফিচারের মাধ্যমে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমের ডিভাইসেই পাওয়া যাবে এই সুবিধা।
টুইটার জানিয়েছে, আমরা এই ভয়েস মেসেজের ফিচারটি আনতে পারছি ভেবে খুবই উচ্ছ্বসিত। এতে মেসেজের অভিজ্ঞতা ব্যবহারকারীদের আরও অনেক বেশি ভালো হবে। একে অপরের ইমোশন ও কথার টোন বুঝতে পারবেন তারা।
কীভাবে আপনার ফোন থেকে ভয়েস মেসেজ পাঠাবেন?
অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে খুব সহজেই এই ভয়েস মেসেজ পাঠানো যাবে। এর জন্য মেসেজ বক্সে অডিও অপশনে ক্লিক করতে হবে। অডিও রেকর্ড শেষ হলে ওই আইকনটিতে আরেকবার ক্লিক করতে হবে। বাকি সোয়াইপ ও রিলিজ করেও ভয়েস মেসেজ পাঠানো যাবে।
আইওএস-এর ক্ষেত্রেও একইরকম ভাবে ভয়েস মেসেজ পাঠানো যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য এই ফিচার উপলব্ধ থাকলেও এটি কিন্তু ওয়েব ভার্সনেও শোনা যাবে।
নিউজ লাইট ৭১