ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পালসার প্রেমীদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 99

পালসারপ্রেমীদের জন্য সুখবর! ১৮০ সিসির সেগমেন্টে নতুন পালসার আনছে বাজাজ। ২০০১ সাল থেকে রাস্তায় সমান রাজত্ব করে চলছে বাজাজ পালসার। পালসারেরর জনপ্রিয়তায এখনো ভাঁটা পড়েনি। বছরের পর বছর ধরে পালসারের চাহিদা নতুন উচ্চতা ছুঁয়েছে। ১২৫, ১৫০, ৮০, ২০০, ২২০ সিসি সেগমেন্টে সমান জনপ্রিয় হয়েছে বাজাজ পালসার। এবার ১৮০ সিসি সেগমেন্টে নতুন মডেল আনছে বাজাজ।

নতুন মডেলের নাম পালসার ১৮০ রোডস্টার। নতুন মডেল কবে লঞ্চ হবে, তা নিয়ে অবশ্য এখনও বাজাজের কিছু বলা হয়নি। তবে দারুণ কিছু ফিচার্স নিয়ে আসতে পারে এই মডেল।

পালসার ১৮০ সিসির আগের মডেলের থেকে বাজাজ পালসার ১৮০ রোডস্টারের ডিজাইন অনেকটাই আলাদা হতে পারে। নতুন মডেলে টিন্টেড ভাইজার, ইঞ্জিন কাউল, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক থাকবে বলে জানা গেছে।

স্লিট সিট ও পিলিয়ন গ্র্যাব রেল থাকার সম্ভাবনাও রয়েছে। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল-এর সঙ্গে ডিআরএলএস থাকবে। তবে এলইডি হেডল্যাম্প থাকার সম্ভাবনা কম। হ্যালোজেন হেডল্যাম্প থাকতে পারে।

নতুন পালসারে বিএস৬ মানের ১৭৮.৬ সিসির ইঞ্জিন থাকবে। এটি এয়ার কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হবে।

পালসার ১২৫ বা পালসার ১৫০ মডেলের মতোই ডিজাইন হতে পারে পালসার ১৮০ রোডস্টারের। নতুন মডেলের দাম ভারতে লাখ খানেকের চেয়ে কিছু বেশি হবে।

বাজাজ এই মডেলের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে চাইছে। মূলত সুজুকি জিক্সার ২.০ এর সঙ্গে টেক্কা দিবে নতুন পালসার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পালসার প্রেমীদের জন্য সুখবর

আপডেট টাইম : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

পালসারপ্রেমীদের জন্য সুখবর! ১৮০ সিসির সেগমেন্টে নতুন পালসার আনছে বাজাজ। ২০০১ সাল থেকে রাস্তায় সমান রাজত্ব করে চলছে বাজাজ পালসার। পালসারেরর জনপ্রিয়তায এখনো ভাঁটা পড়েনি। বছরের পর বছর ধরে পালসারের চাহিদা নতুন উচ্চতা ছুঁয়েছে। ১২৫, ১৫০, ৮০, ২০০, ২২০ সিসি সেগমেন্টে সমান জনপ্রিয় হয়েছে বাজাজ পালসার। এবার ১৮০ সিসি সেগমেন্টে নতুন মডেল আনছে বাজাজ।

নতুন মডেলের নাম পালসার ১৮০ রোডস্টার। নতুন মডেল কবে লঞ্চ হবে, তা নিয়ে অবশ্য এখনও বাজাজের কিছু বলা হয়নি। তবে দারুণ কিছু ফিচার্স নিয়ে আসতে পারে এই মডেল।

পালসার ১৮০ সিসির আগের মডেলের থেকে বাজাজ পালসার ১৮০ রোডস্টারের ডিজাইন অনেকটাই আলাদা হতে পারে। নতুন মডেলে টিন্টেড ভাইজার, ইঞ্জিন কাউল, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক থাকবে বলে জানা গেছে।

স্লিট সিট ও পিলিয়ন গ্র্যাব রেল থাকার সম্ভাবনাও রয়েছে। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল-এর সঙ্গে ডিআরএলএস থাকবে। তবে এলইডি হেডল্যাম্প থাকার সম্ভাবনা কম। হ্যালোজেন হেডল্যাম্প থাকতে পারে।

নতুন পালসারে বিএস৬ মানের ১৭৮.৬ সিসির ইঞ্জিন থাকবে। এটি এয়ার কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হবে।

পালসার ১২৫ বা পালসার ১৫০ মডেলের মতোই ডিজাইন হতে পারে পালসার ১৮০ রোডস্টারের। নতুন মডেলের দাম ভারতে লাখ খানেকের চেয়ে কিছু বেশি হবে।

বাজাজ এই মডেলের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে চাইছে। মূলত সুজুকি জিক্সার ২.০ এর সঙ্গে টেক্কা দিবে নতুন পালসার।

নিউজ লাইট ৭১