ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে মহারাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • / 119

মহারাষ্ট্রে প্রাদেশিক সরকার গঠনে এখনো কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। রাজ্যটির সদ্যসমাপ্ত নির্বাচনে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) সরকার গঠনে আজ রাত ৯টা পর্যন্ত সময় দেয়া আছে। কিন্তু এরমধ্যেই মোদির মন্ত্রিসভা রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া ট্যুডে সূত্রের বরাতে পৃথক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাজ্যপালকে সুপারিশ করছে মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। এদিকে সরকার গঠনের সুযোগ পেলেও নির্ধারিত সময়ের মধ্যে এনসিপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নিয়ে সংশয় রয়েছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত শিবসেনাকে সরকার গঠনের সময়সীমা বেধে দেয়া ছিল। কিন্তু নানা তদবির করেও শেষ পর্যন্ত্র কংগ্রেসের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দলটি ব্যর্থ হলে তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী এনসিপিকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এর আগে প্রথম সংখ্যাগরিষ্ঠ দল বিজেপিও সরকার গঠনে ব্যর্থ হয়।

সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ৯টার মধ্যে এনসিপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন রাজ্যপাল। প্রস্তুতিও শুরু হয়েছে। ইতোমধ্যে রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন। এদিকে ব্রাজিল সফর পিছিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহারাষ্ট্রের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সাংবিধানিক রীতি মেনে রাজ্যপাল প্রথমে বৃহত্তম দল বিজেপিকে তিনদিনের মধ্যে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শিবসেনার সঙ্গে বনিবনা না হওয়ায় সরকার গঠনে ব্যর্থ হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।

তারপর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল শিবসেনাকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল। দলটিকে একদিনের সময়সীমা বেধে দেয়া হয়। তাদের জোট শরিক হতে রাজি হয় এনসিপি। কিন্তু সরকার গঠন করতে হলে কংগ্রেসের সমর্থন প্রয়োজন ছিল শিবসেনার। কংগ্রেস ইঙ্গিত দিয়েও শেষ মুহূর্তে সমর্থন করবে না জানালে তারাও ব্যর্থ হয়।

গতকাল সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের নীতি নির্ধারকদের বৈঠক শেষে জানানো হয় শিবসেনাকে সমর্থন দেবে না তারা। এদিকে এনসিপি যদি সরকার গঠন করতে চায় তাহলে কংগ্রেস ও শিবসেনার সমর্থন লাগবে দলটির।

রাজনৈতিক ভাষ্যকারদের মতে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। তারা বলছেন, শেষ পর্যন্ত রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাই বেশি। এনসিপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে আজ রাতেই কেন্দ্র সরকারকে সেই সুপারিশ করবেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

এদিকে প্যাচ লেগেছে আরও এক জায়গায়। সরকার গঠনের সময়সীমা শেষ হওয়ার আগে গতকাল সন্ধ্যায় রাজ্যপালের কাছে তিনদিন সময় বৃদ্ধির আবেদন করে শিবসেনা। কিন্তু রাজ্যপাল তা প্রত্যাখান করে এনসিপিকে সরকার গঠনের আহ্বান জানায়। শিবসেনা ঘোষণা দিয়েছে তারা বিষয়টি সুপ্রিম কোর্টে তুলবে।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসনে জয়লাভ করে। ২৮৮ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ১৪৫ আসন।

Tag :

শেয়ার করুন

রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে মহারাষ্ট্রে

আপডেট টাইম : ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

মহারাষ্ট্রে প্রাদেশিক সরকার গঠনে এখনো কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। রাজ্যটির সদ্যসমাপ্ত নির্বাচনে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) সরকার গঠনে আজ রাত ৯টা পর্যন্ত সময় দেয়া আছে। কিন্তু এরমধ্যেই মোদির মন্ত্রিসভা রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া ট্যুডে সূত্রের বরাতে পৃথক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাজ্যপালকে সুপারিশ করছে মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। এদিকে সরকার গঠনের সুযোগ পেলেও নির্ধারিত সময়ের মধ্যে এনসিপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নিয়ে সংশয় রয়েছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত শিবসেনাকে সরকার গঠনের সময়সীমা বেধে দেয়া ছিল। কিন্তু নানা তদবির করেও শেষ পর্যন্ত্র কংগ্রেসের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দলটি ব্যর্থ হলে তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী এনসিপিকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এর আগে প্রথম সংখ্যাগরিষ্ঠ দল বিজেপিও সরকার গঠনে ব্যর্থ হয়।

সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ৯টার মধ্যে এনসিপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন রাজ্যপাল। প্রস্তুতিও শুরু হয়েছে। ইতোমধ্যে রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন। এদিকে ব্রাজিল সফর পিছিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহারাষ্ট্রের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সাংবিধানিক রীতি মেনে রাজ্যপাল প্রথমে বৃহত্তম দল বিজেপিকে তিনদিনের মধ্যে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র শিবসেনার সঙ্গে বনিবনা না হওয়ায় সরকার গঠনে ব্যর্থ হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।

তারপর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল শিবসেনাকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল। দলটিকে একদিনের সময়সীমা বেধে দেয়া হয়। তাদের জোট শরিক হতে রাজি হয় এনসিপি। কিন্তু সরকার গঠন করতে হলে কংগ্রেসের সমর্থন প্রয়োজন ছিল শিবসেনার। কংগ্রেস ইঙ্গিত দিয়েও শেষ মুহূর্তে সমর্থন করবে না জানালে তারাও ব্যর্থ হয়।

গতকাল সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের নীতি নির্ধারকদের বৈঠক শেষে জানানো হয় শিবসেনাকে সমর্থন দেবে না তারা। এদিকে এনসিপি যদি সরকার গঠন করতে চায় তাহলে কংগ্রেস ও শিবসেনার সমর্থন লাগবে দলটির।

রাজনৈতিক ভাষ্যকারদের মতে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। তারা বলছেন, শেষ পর্যন্ত রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাই বেশি। এনসিপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে আজ রাতেই কেন্দ্র সরকারকে সেই সুপারিশ করবেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

এদিকে প্যাচ লেগেছে আরও এক জায়গায়। সরকার গঠনের সময়সীমা শেষ হওয়ার আগে গতকাল সন্ধ্যায় রাজ্যপালের কাছে তিনদিন সময় বৃদ্ধির আবেদন করে শিবসেনা। কিন্তু রাজ্যপাল তা প্রত্যাখান করে এনসিপিকে সরকার গঠনের আহ্বান জানায়। শিবসেনা ঘোষণা দিয়েছে তারা বিষয়টি সুপ্রিম কোর্টে তুলবে।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসনে জয়লাভ করে। ২৮৮ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ১৪৫ আসন।