কোনো সমস্যা হয়নি,আপনারাও টিকা নিয়ে নিন
- আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / 89
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার (৭ ফেব্রুয়ারি) করোনার টিকা নিয়েছেন। এরপর আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) তিনি আদালতে এসে আইনজীবীদের উদ্দেশে বলেছেন, গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, কোনো সমস্যা হয়নি। আপনারাও টিকা নিয়ে নিন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে তিনি এ কথা বলেন।
এ সময় আপিল বিভাগে সংযুক্ত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, আমরাও আগামীকাল (মঙ্গলবার) টিকা নিয়ে নেবো।
এছাড়া ভার্চুয়ালে যুক্ত থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকেও টিকা নেয়ার কথা বলেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
নিউজ লাইট ৭১