নানা হলেন ডিপজল
- আপডেট টাইম : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / 139
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে তার মেয়ে ওলিজা মনোয়ারের কোল আলো করেন আসে এক পুত্র শিশু। নাম রাখা হয়েছে ওলসায় রহমান। মা ও ছেলে-দু’জনেই সুস্থ আছেন।
ডিপজল বলেন, প্রথমবারের মতো নানা হলাম। এটা আমার জন্য অনেক আনন্দের। নাতির জন্য সবার কাছে দোয়া চাইছি। যখন বাচ্চা হয় তখন হাসপাতালে ছিলাম। আদুরে মুখটি দেখার জন্য উদগ্রীব ছিলাম। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। বাচ্চা হওয়ার তিন ঘণ্টা পর ডাক্তার আমাদের দেখিয়েছে। প্রথম আমি কোলে নিয়েছি। এ যে কী আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
মাত্র দুদিন আগে ফেসবুকে ওলিজা তার গর্ভবতী অবস্থার তিনটি ছবি পোস্ট করেন। ছবিতে এ যুগল হাস্যোজ্জ্বল ছিলেন।
গত বছরের জুনে ডিপজলের বড় মেয়ে ওলিজার বিয়ে হয়। তার স্বামী অর্পণ পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বাবার দেখানো পথেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ওলিজা মনোয়ার। বাবা দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, প্রদর্শক মনোয়ার হোসেন ডিপজলের মতোই সিনেমা নিয়ে তার ধ্যানজ্ঞান। বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। ওলিজার বিয়ের পর ডিপজল বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সিনেমাটির কাজ এই কারণেই বন্ধ ছিল। ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে। বাবার দেখানো পথেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ওলিজা মনোয়ার। বাবা দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, প্রদর্শক মনোয়ার হোসেন ডিপজলের মতোই সিনেমা নিয়ে তার ধ্যানজ্ঞান।