ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 81

শরীয়তপুরের সখিপুরে প্রাইমারি স্কুলছাত্রী চাঞ্চল্যকর লিজা (১১) হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সরদার কান্দির গ্রামের সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩২)।

মামলার বিবরণে বলা হয়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের সরদার কান্দি গ্রামের মো. লেহাজ উদ্দিন শেখের মেয়ে লিজা আক্তারকে ২০১৭ সালের ১৫ জুলাই একই গ্রামের আলাউদ্দিন শেখের টিনের ঘরে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। লিজা সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এরপর লিজার খোঁজ না মেলায় ১৬ জুলাই তার চাচি নাসরিন আক্তার সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ জুলাই সখিপুরের ছৌয়াল কান্দি গ্রামের বুলবুল সরদারের পাটক্ষেত থেকে লিজার অর্ধগলিত লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।

এ ঘটনায় ২৩ জুলাই নিহতের বাবা মো. লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে ২ জনকে আসামি করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে তারা।

মামলার তদন্ত শেষে পুলিশ ফরিদ ও জাকিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

আদালাতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ফিরোজ আহম্মেদ জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের সাত বছরের সশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ

আপডেট টাইম : ০৭:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

শরীয়তপুরের সখিপুরে প্রাইমারি স্কুলছাত্রী চাঞ্চল্যকর লিজা (১১) হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সরদার কান্দির গ্রামের সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩২)।

মামলার বিবরণে বলা হয়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের সরদার কান্দি গ্রামের মো. লেহাজ উদ্দিন শেখের মেয়ে লিজা আক্তারকে ২০১৭ সালের ১৫ জুলাই একই গ্রামের আলাউদ্দিন শেখের টিনের ঘরে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। লিজা সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এরপর লিজার খোঁজ না মেলায় ১৬ জুলাই তার চাচি নাসরিন আক্তার সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ জুলাই সখিপুরের ছৌয়াল কান্দি গ্রামের বুলবুল সরদারের পাটক্ষেত থেকে লিজার অর্ধগলিত লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।

এ ঘটনায় ২৩ জুলাই নিহতের বাবা মো. লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে ২ জনকে আসামি করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে তারা।

মামলার তদন্ত শেষে পুলিশ ফরিদ ও জাকিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

আদালাতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ফিরোজ আহম্মেদ জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের সাত বছরের সশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজ লাইট ৭১