স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামী থানায় হাজির
- আপডেট টাইম : ১০:২০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / 129
স্ত্রীকে গলাকেটে হত্যার পর কাটা মস্তক হাতে নিয়ে থানায় হাজির
হয়েছে এক ব্যক্তি। বর্বর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর ইন্ডিয়া
টুডের।
পাষণ্ড স্বামীর নাম নরেশ। সে পেশায় একজন
টিভি মেকানিক। নেশাগ্রস্ত অবস্থায় রোববার রাতে সে এই হত্যাকাণ্ড ঘটায়।
স্ত্রী মদ খেতে বাধা দেয়ায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে নরেশের অভিযোগ তার
স্ত্রীর পরকীয়ায় লিপ্ত ছিল।
টিভি মেকানিক নরেশ ১৭ বছর আগে
শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ
নেশাগ্রস্ত। প্রায়ই সে মদ খায়। আর এ নিয়েই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
রোববার রাতে নিজ ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী
তাকে মদ খেতে বাধা দেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ
দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হয় নরেশ।
সোমবার
সকালে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে আগ্রার হারি পর্বত পুলিশ স্টেশনে যায়
নরেশ। সেখানে গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যা করে সে। নরেশের দাবি,
স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিল না। তবে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে
পরকীয়ার অভিযোগ এনেছেন।