শিরোনাম :
নিষ্প্রাণ ত্বক, ব্রণ, র্যাশসহ নানা সমস্যার সমাধান জবা ফুল
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / 67
জবা ফুল দেখতে যেমন সুন্দর তেমনই রুপচর্চাতেও রয়েছে এর কার্যকরী ভুমিকা। নিষ্প্রাণ ত্বক, ব্রণ, র্যাশসহ নানা সমস্যার সমাধান করে জবা ফুল। বাড়িতেই কিছু ঘরোয়া উপাধান দিয়েই বানানো যায় জবা ফুলের ফেসপ্যাক।
জবা ফুলের ফেস প্যাক বানানোর নিয়মঃ
প্যাকটি তৈরির জন্য প্রয়োজন জবা ফুলের পাউডার। এজন্য প্রথমে জবা ফুল শুকিয়ে পাউডার বানিয়ে নিতে হবে।
এবার, জবা ফুলের পাউডারের সাথে এক চামচ মুলতানি মাটি, মধু এবং পানি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। প্যাকটি বানিয়ে পরিষ্কার মুখে লাগাতে হবে।
এরপর ২০ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে।
জবা ফুলের এই ফেসপ্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করলে ব্রণ এবং র্যাশ দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।
নিউজ লাইট ৭১
Tag :