ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 73

মাত্র ১৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

এর আগে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছে সরকারি এই বিপণন সংস্থা। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশি পেঁয়াজের দাম বাজারে স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। এ কারণে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি কম হচ্ছিল। তাই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে মাত্র ১৫ টাকায়।

এদিকে দাম কমার পর দেখা গেছে, টিসিবির পেঁয়াজের দাম বাজারের দেশি পেঁয়াজের তুলনায় অর্ধেক। এরপরও ক্রেতাদের চাহিদা নেই বললে চলে। কয়েকদিন আগেও ট্রাকের সামনে লম্বা লাইন দেখা গেলেও এখন আর নেই কোনো ভিড়। অনেক স্থানেই ডেকে ডেকে পেঁয়াজ বিক্রির চেষ্টা করছেন টিসিবির পরিবেশকেরা। অনেকেই আবার অন্যভাবেও বেচছেন পেঁয়াজ।

এ প্রসঙ্গে বাসাবোর বাসিন্দা টিসিবির এক ডিলার জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজ ফ্রি বিক্রি করার চেষ্টা করছি। 

পেঁয়াজ ছাড়াও টিসিবি এখন বিক্রি করছে ডাল আর তেল। যেখানে মাঝারি দানার এক কেজি ডাল বিক্রি করছে মাত্র ৫০ টাকায়। আর পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৪০০ টাকা। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাত্র ১৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

আপডেট টাইম : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

মাত্র ১৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

এর আগে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছে সরকারি এই বিপণন সংস্থা। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশি পেঁয়াজের দাম বাজারে স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। এ কারণে ২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি কম হচ্ছিল। তাই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে মাত্র ১৫ টাকায়।

এদিকে দাম কমার পর দেখা গেছে, টিসিবির পেঁয়াজের দাম বাজারের দেশি পেঁয়াজের তুলনায় অর্ধেক। এরপরও ক্রেতাদের চাহিদা নেই বললে চলে। কয়েকদিন আগেও ট্রাকের সামনে লম্বা লাইন দেখা গেলেও এখন আর নেই কোনো ভিড়। অনেক স্থানেই ডেকে ডেকে পেঁয়াজ বিক্রির চেষ্টা করছেন টিসিবির পরিবেশকেরা। অনেকেই আবার অন্যভাবেও বেচছেন পেঁয়াজ।

এ প্রসঙ্গে বাসাবোর বাসিন্দা টিসিবির এক ডিলার জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজ ফ্রি বিক্রি করার চেষ্টা করছি। 

পেঁয়াজ ছাড়াও টিসিবি এখন বিক্রি করছে ডাল আর তেল। যেখানে মাঝারি দানার এক কেজি ডাল বিক্রি করছে মাত্র ৫০ টাকায়। আর পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৪০০ টাকা। 

নিউজ লাইট ৭১