ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নৌযান চলাচল স্বাভাবিক, সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
  • / 123

সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়। ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকালে ঢাকার সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচলে বিধিনিষেধ তুলে নেয়া হয়। তবে তাদের এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর ছোট ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জানা যায়, তিন দিন পর নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় সকালে সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে। সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

অন্যদিকে রোববার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়াঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে। শান্ত রয়েছে পদ্মার মাওয়া-জাজিরা অংশ। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ফেরি চলাচল করছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সারা দেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।

Tag :

শেয়ার করুন

নৌযান চলাচল স্বাভাবিক, সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়

আপডেট টাইম : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকালে ঢাকার সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচলে বিধিনিষেধ তুলে নেয়া হয়। তবে তাদের এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর ছোট ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জানা যায়, তিন দিন পর নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় সকালে সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বরিশাল ও চাঁদপুরগামী লঞ্চগুলো পন্টুনে ভিড়েছে। সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

অন্যদিকে রোববার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়াঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে। শান্ত রয়েছে পদ্মার মাওয়া-জাজিরা অংশ। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ফেরি চলাচল করছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সারা দেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।