দুবাইতে পর্যটন ব্যবসা রমরমা
- আপডেট টাইম : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / 108
করোনাভাইরাস সত্ত্বেও অল্প সময়ের মধ্যে ৫০ হাজার ইসরায়েলি দুবাই গেছেন। ফলে সেখানে এখন পর্যটন ব্যবসার রমরমা।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের চুক্তির পর মরুভূমির বুকে বাণিজ্যিক ও পর্যটক আকর্ষণের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ শহর দুবাই আরো বেশি আন্তর্জতিক চেহারা পেয়েছে।
গত ২৬ নভেম্বর ইসরায়েলিদের নিয়ে প্রথম বিমান আসে দুবাইতে। সেই শুরু। তার পরের আট সপ্তাহে সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রা করে দুবাইয়ে পৌঁছে গেছেন ইসরায়েলের ৫০ হাজার মানুষ। এখন দুবাই ও ইসরায়েলের মধ্যে চারটি বিমানসংস্থা দিনে ১৫টি করে ফ্লাইট চালায়।
সদ্য খোলা কোশার রেস্তোরাঁয় প্রচণ্ড ভিড় হচ্ছে। বিলাসবহুল হোটেলে বিশাল করে ইহুদিদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। গত ডিসেম্বরে ইহুদিদের ছুটির সময়ও হোটেলে অনুষ্ঠান হয়েছে। বিশ্বের সব চেয়ে উঁচু বাড়ি ব্রুজ খালিফার সামনের স্কোয়ারে হিব্রু গান গাওয়া হয়েছে।
নিউজ লাইট ৭১