ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
- আপডেট টাইম : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / 75
করোনা প্রকোপের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দলে আছেন তাসকিন আহমেদ। তবে সোমবার শেরে বাংলার ইনডোরে অনুশীলনের সময়ে বলের আঘাতে বাঁ-হাতের আঙুলে ব্যাথা পেয়েছেন তাসকিন। বোলিং করার পর ফলোথ্রু’তে ব্যাটসম্যানের শটস ফেরাতে গিয়ে এ বিপত্তি ঘটান তিনি।
তাসকিনের হাতে তিনটি সেলাই দিতে হয়েছে। সেই সাথে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তাসকিনের সুস্থ হতে ২-৩ দিন লাগবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা নেই।
চোটের কারণে বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপও। তবে কঠোর পরিশ্রম করে আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে নিজের নাম লিখিয়েছেন।
দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পা রাখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনার স্বাস্থ্যবিধি অনুযায়ী এখন কোয়ারেন্টাইন পালন করছেন অতিথিরা। আগামী ২০ তারিখ একদিনের ম্যাচ দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে।
নিউজ লাইট ৭১