মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
- আপডেট টাইম : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / 100
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পরিস্থিতি বিবেচনায় মালয়েশিয়ায় এ জরুরি অবস্থার মেয়াদ ১ অগাস্ট পর্যন্ত থাকতে পারে।
কঠোর লকডাউনের মাধ্যমে গত এক বছর করোনা নিয়ন্ত্রণে রেখেছে মালয়েশিয়া। কিন্তু বিধিনিষেধ শিথিল করার পর আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে। রাজনৈতিক জীবন সাময়িক বাতিল হলেও এ ঘোষণায় বেসরকারি হাসপাতাল সরকারি নিয়ন্ত্রণে নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলো রোগীদের চাপ নিতে না পারলে বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে নিতে পারবে সরকার।
মঙ্গলবার (১২ জানুয়ারি) টেলিভিশনে দেয়া ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
জরুরি অবস্থার আওতায় সামরিক বাহিনী জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেতে পারে; পুলিশকেও অতিরিক্ত ক্ষমতা দেয়া হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন মুহিদ্দিন। নানান বিধিনিষেধ আরোপ করা হলেও এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে না, বলেছেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গেলো সোমবার পর্যন্ত মালয়েশিয়ায় সরকারি হিসেবেই আক্রান্ত মিলেছে এক লাখ ৩৮ হাজারের বেশি, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচশ।
নিউজ লাইট ৭১