শিরোনাম :
অস্ত্র আইনের মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / 85
আলোচিত নারায়ণগঞ্জ সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন।
বুধবার (৬ জানুয়ারি) জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো.সালাহ্ উদ্দীন (সুইট) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৬টি মামলার মধ্যে ২০১৪ সালে ৭ খুনের পর নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি মামলা করে পুলিশ।
নিউজ লাইট ৭১
Tag :