ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / 95

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পাড়ি দিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। এবার তার মা লীলাবতী হালদার ও সহযোগী অমিতাভ অধিকারীসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলিকে সঙ্গে নিয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। এছাড়াও শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোশাররফ হোসেন। একেএম আমিন উদ্দিন মানিক নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে অর্থপাচার রোধে বা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক অর্থপাচারের দায় এড়াতে পারে না মন্তব্য করে আদালত বলেন, ‘বিদেশে শত শত কোটি টাকা পাচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কী করছে? এত কিছু হচ্ছে তারা (বাংলাদেশ ব্যাংক) কিছু করছে না কেন? তারা শুধু ওখানে (অফিসে) এসে বসে থাকবেন, কিছু করবেন না তা তো হয় না।’

ব্যাংকপাড়ায় প্রশান্ত কুমার পিকে হালদার নামে পরিচিত। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, কানাডার বেগমপাড়ায় তিনি নিজ বাড়িতে রয়েছেন। গত ৩ ডিসেম্বর পিকে হালদারের কানাডার ঠিকানা বাংলাদেশ সরকারকে জানায় কানাডা সরকার। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট

আপডেট টাইম : ০৫:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পাড়ি দিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। এবার তার মা লীলাবতী হালদার ও সহযোগী অমিতাভ অধিকারীসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলিকে সঙ্গে নিয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। এছাড়াও শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোশাররফ হোসেন। একেএম আমিন উদ্দিন মানিক নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে অর্থপাচার রোধে বা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক অর্থপাচারের দায় এড়াতে পারে না মন্তব্য করে আদালত বলেন, ‘বিদেশে শত শত কোটি টাকা পাচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কী করছে? এত কিছু হচ্ছে তারা (বাংলাদেশ ব্যাংক) কিছু করছে না কেন? তারা শুধু ওখানে (অফিসে) এসে বসে থাকবেন, কিছু করবেন না তা তো হয় না।’

ব্যাংকপাড়ায় প্রশান্ত কুমার পিকে হালদার নামে পরিচিত। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, কানাডার বেগমপাড়ায় তিনি নিজ বাড়িতে রয়েছেন। গত ৩ ডিসেম্বর পিকে হালদারের কানাডার ঠিকানা বাংলাদেশ সরকারকে জানায় কানাডা সরকার। 

নিউজ লাইট ৭১