সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
- আপডেট টাইম : ০৭:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 119
এবার ডিএসসিসি’র বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাঈদ খোকন। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেনকে দিয়ে খোকনের বিরুদ্ধে মামলা করিয়েছেন তিনি।
এর আগে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলাটি করেন মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
মামলা প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, এই মামলা আমার ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা মাত্র। এসময় তিনি জানিয়েছেন, ফুলবাড়িয়ার ওই মার্কেটের দোকান মালিক সমিতির নেতা দেলোয়ার হোসেন দুলু ওরফে দেলুকে দিয়ে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মেয়র হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম সুমনের পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, সবাই বলছে; দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এতে করে তার এবং তার দল ও পরিবারের ইমেজই নষ্ট হচ্ছে।
মামলার অপর ছয় আসামি হলেন- ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ।
নিউজ লাইট ৭১