শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যা মামলা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / 76
সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যা মামলা তদন্ত শেষ। এখন শুধু বিচারের অপেক্ষায়। এরই মধ্যে গ্রেফতার আসামিদের জামিন নামঞ্জুর করেছেন দেশটির আদালত। একইসাথে দুঃখ প্রকাশ করেছেন মর্মান্তিক এ ঘটনার জন্য।
পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্যে গত পাঁচ বছরের অন্তত ৫০০ নারী শ্রমিকের অপমৃত্যু হয়। কিন্তু প্রথমবারের মতো এক বাংলাদেশি গৃহকর্মী হত্যা মামলা তদন্ত শেষ হলো সৌদি আরবের আদালতে। আর অভিযুক্ত সৌদি নাগরিকও জেল হাজতে।
২০১৯ সালে ২৪ মার্চ মৃত্যু হয় বাংলাদেশ গৃহকর্মী আবিরনের। শুরু হয় পুলিশের তদন্ত। অবশেষে অভিযুক্ত গৃহকর্তা সালেম হুদাইর ও তার স্ত্রী ও সন্তানের ঠাঁই হয় জেলহাজতে। জামিনের আবেদনও নামুঞ্জুর করে আদালত। আদালতে দোষী প্রমাণিত হলে শরীয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে অভিযুক্তদের।
নিউজ লাইট ৭১
Tag :