১৫ জন জুয়ারিকে আটক করেছে র্যাব-৪
- আপডেট টাইম : ০২:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / 82
ঢাকার ধামরাই ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন জুয়ারিকে আটক করেছে র্যাব-৪। এ সময় নগদ ২৮ হাজার ৬৮০ টাকা, ১৫টি মোবাইল সেট, সেট প্লেকার্ড (তাশ), ও লোহার বাক্সসহ ১৫জন জুয়ারিকে আটক কওে র্যাব।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে। পরে আটককৃতদের রোববার (৬ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিরাতেই ডি লিংক পরিবহনের বিভিন্ন বাসের ভেতর জুয়া খেলা হতো। এ কারণে এই জুয়া খেলার খপ্পওে পরে এলাকার অনেক ব্যবসায়ী ও যুবক নিঃস্ব হয়েছে। বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কোন ভাবেই এই জুয়া খেলা বন্ধ করা যায়নি।
আটককৃতরা হলো, পৌরসভার লাকুরিয়া পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে শামীম হোসেন (৫৫), একই মহল্লার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ফিরোজ কবির (৩৫), বড় চন্ড্রাইল মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৫) ও তার ভাই তোবারক হোসেন (৩২), ছোট চন্দ্রাইল মহল্লার মৃত শাহাবুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪০), উপজেলার দেলধা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে মো. কালাম হোসেন (৩৫), বড় চন্দ্রাইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. বাবুল মিয়া (৪৮),পাঠানটোলা মহল্লার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মতিউর রহমান (৪০), যশোর জেলার কেশবপুর থানার খোবদহি গ্রামের মৃত হারেজ আলীর ছেলে হান্নান (৪০) ও তার ছোট ভাই হাসানুর (৩০), নীলফামারী জেলার ডোমার থানার গোমনাতী গ্রামের তাছমল আলীর ছেলে সুমন আলী (৩২), একই জেলার আবুল হোসেনের ছেলে রনি মিয়াসহ (৩৫) ১৫ জন জুয়ারিকে আটক করে ধামরাই থানায় সোপর্দ করে র্যাব-৪।
নিউজ লাইট ৭১