শিরোনাম :
পুরোপরি তৈরি মাশরাফি বিন মর্তুজা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / 71
বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার জন্য নিজের সকল দুর্বলতা কাটিয়ে এখন পুরোপরি তৈরি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। পাশ করায় চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলতে নড়াইল এক্সপ্রেসের আর কোনো বাঁধা নেই।
জানাগেছে, চোট থেকে সেরে উঠে কিছুদিন আগেই অনুশীলনে ফিরেছিলেন তিনি।প্রস্তুতি নিচ্ছিলেন ফিটনেস পরীক্ষা দেয়ার। তারপর বিপ টেস্টে বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফি বঙ্গবন্ধু টি-২০ কাপে কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি। লটারির মাধ্যমে তার নির্ধারণ হতে পারে। আজই অনুষ্ঠিত হতে পারে সেই লটারি। এরপরই জানা যাবে চলমান টুর্নামেন্টে কোন দলে খেলবেন এই পেসার।
নিউজ লাইট ৭১
Tag :