ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / 105

নাটোরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. ইমদাদুল হক মঙ্গলবার (১ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রুবেল হোসেন (২৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সীর ছেলে।

প্রাণদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানাও দেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২৬ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে ফাতেমা খাতুনকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় তার বড় বোন আকলিমা বাদী হয়ে ফাতেমার স্বামী রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বড়াইগ্রাম থানার এসআই আমিরুল ইসলাম মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে বিচারের জন্য পাঠানো হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

আপডেট টাইম : ০৬:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০

নাটোরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. ইমদাদুল হক মঙ্গলবার (১ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রুবেল হোসেন (২৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সীর ছেলে।

প্রাণদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানাও দেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২৬ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে ফাতেমা খাতুনকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় তার বড় বোন আকলিমা বাদী হয়ে ফাতেমার স্বামী রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বড়াইগ্রাম থানার এসআই আমিরুল ইসলাম মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে বিচারের জন্য পাঠানো হয়।

নিউজ লাইট ৭১