ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে আলেমদের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / 125

শত্রুতা বসে সাভারে একটি আবাসিক ভবনের ছাদে থাকা বেশ কিছু গাছ রামদা’ দিয়ে কেটে ফেলেন একজন পাষণ্ড নারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে অল্প সময়ের মাঝেই ছড়িয়ে পড়ে। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা।

<

নির্বিচারে এমন বৃক্ষ নিধনের প্রতিবাদে সাভারের আলেমদের উদ্যোগে পালিত হয়েছে ভিন্নধর্মী কর্মসূচি।

খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা সভাপতি ও দারুল উলূম মাবিয়া’র মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে এবং মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় বুধবার (২৩ অক্টোবর) আসরের নামাজের পর সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কে বৃক্ষরোপণ করা হয়। এসময় সাভারের অনেক আলেম উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, পরিবেশ থেকে নানাভাবে আমরা উপকৃত হই। গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও নানাভাবে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু ব্যক্তি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। সাথে সাথে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি। মনে রাখতে হবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করলে একটা সময় আমরাই হুমকির মুখে পড়ে যাব। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে।

বৃ্ক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত মুনাজাতে উপস্থিত আলেমগণ দেশের পরিবেশ রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। সুন্দরবনসহ দেশের বনাঞ্চলে যেন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন মুফতি গাজী সিদ্দিকুর রহমান, মুফতি ইহসানুল হক, মুফতি আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফরহাদ হাসান, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা কারী আব্দুর রহমান প্রমুখ।

Tag :

শেয়ার করুন

সাভারে আলেমদের বৃক্ষরোপণ

আপডেট টাইম : ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

শত্রুতা বসে সাভারে একটি আবাসিক ভবনের ছাদে থাকা বেশ কিছু গাছ রামদা’ দিয়ে কেটে ফেলেন একজন পাষণ্ড নারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে অল্প সময়ের মাঝেই ছড়িয়ে পড়ে। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা।

<

নির্বিচারে এমন বৃক্ষ নিধনের প্রতিবাদে সাভারের আলেমদের উদ্যোগে পালিত হয়েছে ভিন্নধর্মী কর্মসূচি।

খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা সভাপতি ও দারুল উলূম মাবিয়া’র মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে এবং মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় বুধবার (২৩ অক্টোবর) আসরের নামাজের পর সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কে বৃক্ষরোপণ করা হয়। এসময় সাভারের অনেক আলেম উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, পরিবেশ থেকে নানাভাবে আমরা উপকৃত হই। গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও নানাভাবে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু ব্যক্তি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। সাথে সাথে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি। মনে রাখতে হবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করলে একটা সময় আমরাই হুমকির মুখে পড়ে যাব। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে।

বৃ্ক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত মুনাজাতে উপস্থিত আলেমগণ দেশের পরিবেশ রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। সুন্দরবনসহ দেশের বনাঞ্চলে যেন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন মুফতি গাজী সিদ্দিকুর রহমান, মুফতি ইহসানুল হক, মুফতি আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফরহাদ হাসান, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা কারী আব্দুর রহমান প্রমুখ।