রাজধানীর ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় ৩২ জনকে গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / 90
ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে সহিংসতা ও রাজধানীর ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় ১৪টি মামলায় মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ থানায় দায়ের করা ১৪টি মামলায় দুই শতাধিক আসামি। আসামিদের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৮ জন রিমান্ডে রয়েছে। গ্রেফতারদের অধিকাংশরাই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।
ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার একজন দু’দিনের রিমান্ডে রয়েছে।
একই আইনে মতিঝিল থানায় অপর মামলায় গ্রেফতার আরেকজন দু’দিনের রিমান্ডে রয়েছে।
শাহবাগ থানার ২১ মামলায় গ্রেফতার তিনজন। পল্টন থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় এজাহার নামীয় মোট ৩৮ আসামির মধ্যে গ্রেফতার সাতজন।
পল্টন থানার মামলায় গ্রেফতার একজন, পল্টন থানার এজাহার নামীয় মামলায় ৩৮ আসামির মধ্যে গ্রেফতার দু’জন।
বংশাল থানার মামলায় গ্রেফতার দু’জন, ভাটারা থানার বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহার নামীয় আসামি ৯৫ জন। তবে কোনো গ্রেফতার নেই।
কলাবাগান থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় ৪৯ আসামির মধ্যে গ্রেফতার দু’জন, তুরাগ থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় ৩৩ আসামির মধ্যে গ্রেফতার একজন।
বিমানবন্দর থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় ২৮ আসামি, গ্রেফতার নেই। উত্তরা পূর্ব থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় ২৮ আসামির মধ্যে গ্রেফতার নয়জন। একই থানায় পৃথক মামলায় এজাহার নামীয় আসামি ১৯ জন। তবে কোনো গ্রেফতার নেই।
গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা, শাহজাহানপুর, বিমানবন্দরসহ ৯টি স্থানে ১০টি বাসে আগুন দেওয়া হয়।
নিউজ লাইট ৭১