ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের হজ ভিসা দেবে সৌদি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 108

এবার নারীদের হজ পালন করতে দরকার পড়বে না পুরুষ অভিভাবক। সম্প্রতি সৌদি সরকার সে মর্মে নতুন ভিসা অপশন চালু করতে যাচ্ছে। বর্তমানে নারীদের হজ পালন করতে একজন  পুরুষ অভিভাবক থাকতে হয়।

<

হোক সে পুরুষ অভিভাবক তার সঙ্গে ভ্রমণ করবে অথবা সৌদিতে পৌঁছেও  কেউ পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে পারে। অথবা ৪৫ বছরের বেশি কোন নারীর পুরুষ অভিভাবক ছাড়া হজ পালনের সুযোগ আছে যদি  সে কোন ট্যুর গ্রুপের সঙ্গে থাকে।

৪৫ উর্ধ্ব কোন নারীর ক্ষেত্রে যদি সে কোন ট্যুর এজেন্সী, হজ এজেন্সী কিংবা ট্যুর গ্রুপের সদস্য হয় তবে তার পুরুষ অভিভাবক হতে পারে এমন কারো অনাপত্তিপত্র লাগবে।

অপরদিকে বর্তমানে সৌদি সরকার ভ্রমণ ও উমরাহ পালনের জন্য নারীদের একই ভিসা দেবে বলে ভাবছে। আরব নিউজে প্রকাশিত তথ্য মতে, হজ ও উমরাহ মন্ত্রণালয় দেশটির হজকেন্দ্রিক ব্যবসা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে নারীদের ভ্রমণ ও হজ পালনের পথ সহজ করার কথা ভাবছে।

সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হলে একই ভিসায় পুরুষ অবিভাবক ছাড়াই ভ্রমণ ও হজ পালন করতে পারবেন যে কোন নারী।

প্রায় ২০০ উমরাহ সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়তই। শিগগির সরকার কোন পদক্ষেপ না নিলে তারা মুসলিমদের তীর্থস্থানের (মক্কার) ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন।

Tag :

শেয়ার করুন

নারীদের হজ ভিসা দেবে সৌদি

আপডেট টাইম : ০৮:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

এবার নারীদের হজ পালন করতে দরকার পড়বে না পুরুষ অভিভাবক। সম্প্রতি সৌদি সরকার সে মর্মে নতুন ভিসা অপশন চালু করতে যাচ্ছে। বর্তমানে নারীদের হজ পালন করতে একজন  পুরুষ অভিভাবক থাকতে হয়।

<

হোক সে পুরুষ অভিভাবক তার সঙ্গে ভ্রমণ করবে অথবা সৌদিতে পৌঁছেও  কেউ পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে পারে। অথবা ৪৫ বছরের বেশি কোন নারীর পুরুষ অভিভাবক ছাড়া হজ পালনের সুযোগ আছে যদি  সে কোন ট্যুর গ্রুপের সঙ্গে থাকে।

৪৫ উর্ধ্ব কোন নারীর ক্ষেত্রে যদি সে কোন ট্যুর এজেন্সী, হজ এজেন্সী কিংবা ট্যুর গ্রুপের সদস্য হয় তবে তার পুরুষ অভিভাবক হতে পারে এমন কারো অনাপত্তিপত্র লাগবে।

অপরদিকে বর্তমানে সৌদি সরকার ভ্রমণ ও উমরাহ পালনের জন্য নারীদের একই ভিসা দেবে বলে ভাবছে। আরব নিউজে প্রকাশিত তথ্য মতে, হজ ও উমরাহ মন্ত্রণালয় দেশটির হজকেন্দ্রিক ব্যবসা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে নারীদের ভ্রমণ ও হজ পালনের পথ সহজ করার কথা ভাবছে।

সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হলে একই ভিসায় পুরুষ অবিভাবক ছাড়াই ভ্রমণ ও হজ পালন করতে পারবেন যে কোন নারী।

প্রায় ২০০ উমরাহ সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়তই। শিগগির সরকার কোন পদক্ষেপ না নিলে তারা মুসলিমদের তীর্থস্থানের (মক্কার) ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন।