ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিশ্চিত হোন কোনও লুকানো ক্যামেরা বসানো আছে কিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 76

নিউজ লাইট ৭১ঃ পৃথিবীর বিভিন্ন দেশে শপিং মলে, কর্মক্ষেত্রে, অফিসের পার্সোনাল রুমে কাপড় পরিধান করতে গিয়ে অনেক সময় অপ্রীতিকর ঘটনার (গোপনাঙ্গের স্থিরচিত্র ও ভিডিও ধারণ) সম্মুখীন হতে হয়েছে অনেককেই। বিশেষ করে এই অপ্রীতিকর ঘটনার ফলে বিভিন্ন সময় ফাঁদে পড়তে হয়েছে নারীদের। 

তাই আগেই নিশ্চিত হোন কোনও লুকানো ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক পরিধান করুন। 

নিজেকে নিরাপদ রাখতে এবং গোপন ক্যামেরা আছে কিনা তা বুঝবেন যেভাবে

> ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন। 

> হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজ বা ভাজে চোখ রাখুন।  

> কোনো জানালা থাকলে সেটিও লক্ষ্য করুন। 

> জানালা খোলা থাকলে আটকে নিন। 

> আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে। 

> দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন। 

> ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে।  

> আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।  

> পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন।

> তবে নিজেকে নিরাপদ রাখতে, ভেতরের বাতিগুলো নিভিয়ে নিন। 

> মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।  

আর সচেতন থাকার পরও যদি কোনো ধরনের সমস্যার মুখোমখি হোন। সংকোচ না করে ৯৯৯ -এ ফোন করে, সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা নিন।  

Tag :

শেয়ার করুন

নিশ্চিত হোন কোনও লুকানো ক্যামেরা বসানো আছে কিনা

আপডেট টাইম : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

নিউজ লাইট ৭১ঃ পৃথিবীর বিভিন্ন দেশে শপিং মলে, কর্মক্ষেত্রে, অফিসের পার্সোনাল রুমে কাপড় পরিধান করতে গিয়ে অনেক সময় অপ্রীতিকর ঘটনার (গোপনাঙ্গের স্থিরচিত্র ও ভিডিও ধারণ) সম্মুখীন হতে হয়েছে অনেককেই। বিশেষ করে এই অপ্রীতিকর ঘটনার ফলে বিভিন্ন সময় ফাঁদে পড়তে হয়েছে নারীদের। 

তাই আগেই নিশ্চিত হোন কোনও লুকানো ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক পরিধান করুন। 

নিজেকে নিরাপদ রাখতে এবং গোপন ক্যামেরা আছে কিনা তা বুঝবেন যেভাবে

> ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন। 

> হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজ বা ভাজে চোখ রাখুন।  

> কোনো জানালা থাকলে সেটিও লক্ষ্য করুন। 

> জানালা খোলা থাকলে আটকে নিন। 

> আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে। 

> দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন। 

> ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে।  

> আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।  

> পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন।

> তবে নিজেকে নিরাপদ রাখতে, ভেতরের বাতিগুলো নিভিয়ে নিন। 

> মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।  

আর সচেতন থাকার পরও যদি কোনো ধরনের সমস্যার মুখোমখি হোন। সংকোচ না করে ৯৯৯ -এ ফোন করে, সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা নিন।