ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / 85

নিউজ লাইট ৭১ঃ ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও প্রবাসীরা। বুধবার সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. নাহিদ ইসলাম, (দূতালয় প্রধান ও কাউন্সেলর, পলিটিক্যাল), মো. আবু সাইদ, কাউন্সেলর (পার্সপোর্ট), মো. হুমায়ুন কবির, কাউন্সেলর (শ্রম), মো. আনোয়ার হোসাইন (প্রথম সচিব-শ্রম), ওমান।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ এম এস ইসলাম শফিক। স্কুল কমিউনিটির পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক বিদ্যালয়ের সভাপতিকে ও অধ্যক্ষের কাছে হস্তান্তর তার বড় প্রমাণ।

সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান ওমান প্রবাসীদের পক্ষে পঞ্চাশ হাজার ওমানি রিয়াল অনুদান দেয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি।

এ সময় আরো বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, মো. সিরাজুল হক। এ সময় ইফতেখারুল হাসান চৌধুরী (এসভিপি, গাল্ফ এক্সচেঞ্জ ও সাবেক চেয়ারম্যান, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট)।

এছাড়া উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন (দূতাবাস প্রতিনিধি, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. আবদুল লতিফ (পরিচালক, অর্থ, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. মোস্তাফিজুর রহমানসহ (পরিচালক, শিক্ষা, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট) কমিউনিটির নেতারকর্মীরা।

Tag :

শেয়ার করুন

ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০

নিউজ লাইট ৭১ঃ ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও প্রবাসীরা। বুধবার সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. নাহিদ ইসলাম, (দূতালয় প্রধান ও কাউন্সেলর, পলিটিক্যাল), মো. আবু সাইদ, কাউন্সেলর (পার্সপোর্ট), মো. হুমায়ুন কবির, কাউন্সেলর (শ্রম), মো. আনোয়ার হোসাইন (প্রথম সচিব-শ্রম), ওমান।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ এম এস ইসলাম শফিক। স্কুল কমিউনিটির পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক বিদ্যালয়ের সভাপতিকে ও অধ্যক্ষের কাছে হস্তান্তর তার বড় প্রমাণ।

সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান ওমান প্রবাসীদের পক্ষে পঞ্চাশ হাজার ওমানি রিয়াল অনুদান দেয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি।

এ সময় আরো বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, মো. সিরাজুল হক। এ সময় ইফতেখারুল হাসান চৌধুরী (এসভিপি, গাল্ফ এক্সচেঞ্জ ও সাবেক চেয়ারম্যান, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট)।

এছাড়া উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন (দূতাবাস প্রতিনিধি, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. আবদুল লতিফ (পরিচালক, অর্থ, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. মোস্তাফিজুর রহমানসহ (পরিচালক, শিক্ষা, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট) কমিউনিটির নেতারকর্মীরা।