মহামারী করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা গবেষণা
- আপডেট টাইম : ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / 112
নিউজ লাইট ৭১ঃ মহামারী করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা গবেষণা। এ ভাইরাসের বিস্তার, সংক্রমণ ও প্রতিরোধে তৎপর হয়ে আছে গবেষণানির্ভর দুনিয়া। তারই ধারাবাহিকতায় নতুন একটি গবেষণায় পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।
যদিও আমরা জেনেছি, করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা। কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকদের এক সমীক্ষায় দেখা যাচ্ছে অন্য চিত্র। তারা বলছে, চোখের কর্নিয়া করোনাভাইরাস থেকে সংক্রমণ প্রতিহত করতে পারে।
এর আগে, মানুষ ও ইঁদুরের কর্নিয়ার টিস্যু গবেষণায় প্রমাণিত হয়েছিল যে চোখের পানি জিকা ভাইরাস প্রতিহত করেতে পারে।
এবার গবেষকরা জানতে চেয়েছিলেন যে কর্নিয়া সার্স-কোভ-২ সংক্রমণের প্রবেশ পথ হিসেবে কাজ করে কি না এবং ভাইরাসগুলো সেখানে বৃদ্ধি পেতে পারে কি না তা দেখতে তারা চোখের টিস্যুতে বিভিন্ন ভাইরাস নিয়ে পরীক্ষা করেন।
তারা কর্নিয়াল টিস্যুতে মূল পদার্থগুলোও শনাক্ত করেছেন যা ভাইরাসের বৃদ্ধিতে বাধা দিতে পারে।
গবেষকরা ইন্টারফেরন ল্যাম্বদা নামে একটি ব্যবস্থা শনাক্ত করেছেন যা ভাইরাসের বৃদ্ধিকে বাধা দিতে পারে। এটি কর্নিয়ায় জিকা ভাইরাস এবং হার্পস সিমপ্লেক্স ভাইরাসের বৃদ্ধিও রোধ করেছে।
গবেষণাটি বলছে, কোভিড-১৯ সম্ভবত কোনো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট বা অনুরূপ পদ্ধতির মাধ্যমে চোখে সংক্রমিত হতে পারে না।