ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উড়োজাহাজে কোথায় যাচ্ছেন তারা?

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • / 83

নিউজ লাইট ৭১ঃ উড়োজাহাজে পাশাপাশি বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-চিত্রনায়ক নিরব। দুজনকেই বেশ হাস্যজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু উড়োজাহাজে কোথায় যাচ্ছেন তারা?

এ প্রশ্নের উত্তর জানতে কথা হয় নিরবের সঙ্গে। এ নায়ক বলেন, কয়েকদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। এর শুটিংয়ে অংশ নিতেই চট্টগ্রাম এসেছি। অপু বিশ্বাসের সঙ্গে একক হিরো হিসেবে প্রথমবার কাজ করছি। এর আগে একবার অভিনয় করলেও এবারই একক হিরো হিসেবে কাজ করছি। আশা করছি, কাজের অভিজ্ঞতা বেশ ভালো হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছি। একটানা ১৫ দিন শুটিং করব। এরপরে ঢাকার বিভিন্ন লোকেশনে বাকিং অংশের শুটিং করব।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

Tag :

শেয়ার করুন

উড়োজাহাজে কোথায় যাচ্ছেন তারা?

আপডেট টাইম : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

নিউজ লাইট ৭১ঃ উড়োজাহাজে পাশাপাশি বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-চিত্রনায়ক নিরব। দুজনকেই বেশ হাস্যজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু উড়োজাহাজে কোথায় যাচ্ছেন তারা?

এ প্রশ্নের উত্তর জানতে কথা হয় নিরবের সঙ্গে। এ নায়ক বলেন, কয়েকদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। এর শুটিংয়ে অংশ নিতেই চট্টগ্রাম এসেছি। অপু বিশ্বাসের সঙ্গে একক হিরো হিসেবে প্রথমবার কাজ করছি। এর আগে একবার অভিনয় করলেও এবারই একক হিরো হিসেবে কাজ করছি। আশা করছি, কাজের অভিজ্ঞতা বেশ ভালো হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছি। একটানা ১৫ দিন শুটিং করব। এরপরে ঢাকার বিভিন্ন লোকেশনে বাকিং অংশের শুটিং করব।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।