আবারো ২২ গজে ফেরার সিদ্ধান্ত
- আপডেট টাইম : ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / 84
৭১: অবশেষে অবসরের সিদ্ধান্ত বদলে ফের ক্রিকেটে ফিরছেন ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান। অবসরের ১০ মাস না পেরোতেই আবারো ২২ গজে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি।
তবে ক্রিকেটের অন্য কোনো ফরমেটে নয়, শুধু টি-টোয়েন্টিতেই দেখা যাবে তাকে। নভেম্বরে শুরু হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) খেলতে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডারকে।
গত জানুয়ারিতে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেও ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন তারও একবছর আগে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন প্রতিযোগাতিমূলক ক্রিকেটের শেষ ম্যাচ। আইপিএলে ধারাভাষ্য দিতে ব্যস্ত ইরফান এলপিএলে খেলবেন ক্যান্ডি টাস্কার্সের হয়ে।
এলপিএলে খেলার কথা ইএসপিএনক্রিকইনফোকে নিজেই জানিয়েছেন ভারতের হয়ে ১০ বছর খেলা এই অলরাউন্ডার। ৩৬ বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিলেন এলপিএলের পরও খেলা চালিয়ে যাওয়ার, ‘এখানে (এলপিএল) খেলতে আমি উন্মুখ হয়ে আছি। আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম। এখন বিশ্বজুড়ে ক্রিকেট খেলতেই পারি।
আমি মনে করি এখনো কিছুদিন ক্রিকেট খেলার মতো সামর্থ্য রয়েছে আমার।’ ক্যান্ডি টাস্কার্সে ইরফানের সঙ্গে বিদেশি ক্রিকেটার রয়েছেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাঙ্কেটরা।
ভারতীয় ক্রিকেটারদের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অনুমতি নেই। তবে ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর সে সুযোগ পান তারা। এলপিএলে খেলার কথা রয়েছে গত বছরের জুনে অবসরে যাওয়া পেসার মনপ্রিত গনির। কলম্বো কিংসে খেলার কথা এই ভারতীয় পেসারের।