ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেটের গতি কম থাকবে।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / 91

৭১: টানা চার দিন দেশে ইন্টারনেটের গতি কম থাকবে। আগামী ৩০ অক্টোবর থেকে এ সমস্যা চলতে পারে। ভারতের একটি সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সমস্যা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

ভারতী এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার গতকাল বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন কেবলের পরিবর্তন ও  রক্ষণাবেক্ষণকাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ রক্ষণাবেক্ষণকাজের সময়সূচি জানিয়ে বলা হয়, এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

ভারতী এয়ারটেল লিমিটেডের পক্ষে আরো বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণকাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা চার দিন ধীরগতির সেবা পেতে পারে।

Tag :

শেয়ার করুন

ইন্টারনেটের গতি কম থাকবে।

আপডেট টাইম : ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

৭১: টানা চার দিন দেশে ইন্টারনেটের গতি কম থাকবে। আগামী ৩০ অক্টোবর থেকে এ সমস্যা চলতে পারে। ভারতের একটি সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সমস্যা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

ভারতী এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার গতকাল বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন কেবলের পরিবর্তন ও  রক্ষণাবেক্ষণকাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ রক্ষণাবেক্ষণকাজের সময়সূচি জানিয়ে বলা হয়, এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

ভারতী এয়ারটেল লিমিটেডের পক্ষে আরো বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণকাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা চার দিন ধীরগতির সেবা পেতে পারে।