শ্বাসরোধে তরুণীকে হত্যা গাজীপুরে
- আপডেট টাইম : ০৮:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / 111
গাজীপুরের রাজেন্দ্রপুরের সবিকেবাড়ি এলাকায় লুনা আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। নিহত লুনা আক্তার লালমনিরহাট জেলার পাঁচগ্রাম থানার নবীর উদ্দিনের মেয়ে। তার লাশ শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানা ওসি আজিজ শফি স্থানীয়দের বরাত দিয়ে জানায়, লুনা আক্তার গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে স্থানীয় পারটেক্স গ্রম্নপের আরসি কোলা কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে লুনাকে তার মামী ও মামাতো ভাই মারধর করে। সকালে স্থানীয়রা লুনার লাশ পাশের বনের ভেতরে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানা ওসি আজিজ শফি জানান, লুনা তার মামীর ও মামাতো ভাইদের সঙ্গে পালিত থাকত। লুনা একদিন আগে কোথাও বেড়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে লুনাকে মারধর করা হয়। এ ঘটনায় লুনা আত্মহত্যা করে থাকতে বলে তার মামীর ধারণা।
লুনা আক্তারকে হত্যা না-কি তিনি আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মামাতো ভাই রবিউল ও মামী আকলিমাকে আটক করা হয়েছে।