শিরোনাম :
ভেতরে প্রচণ্ড অনৈক্য ঐক্যফ্রন্টের : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / 109
ঐক্যফ্রন্টের ভেতরেই প্রচণ্ড অনৈক্য উল্লেখ করে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, ঐক্যফ্রন্ট তাদের দলের ঐক্য ধরে রাখতেই আবরার হত্যাকাণ্ডকে সামনে নিয়ে রাজনীতি করছে। এ বিষয়টি তারা আন্দোলনের ইস্যু করলেও লাভ হবে না।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, অবারার হত্যার পর সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে।
ঐক্যফ্রন্ট এটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে, এটি আবরার হত্যাকান্ডের প্রতিবাদের জন্য নয়, বরং নিজেরা রাজনীতি করার স্বার্থে এই চেষ্টা করছে। মূলত ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখতেই তারা এ সভা আহ্বান করেছ
Tag :