প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।
- আপডেট টাইম : ০৪:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / 95
৭১: প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।
ইন্টারনেট সার্চ ও অনলাইন বিজ্ঞাপনে একক আধিপত্য বিস্তারের অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট ও ১১টি অঙ্গরাজ্য ফেডারেল আদালতে মামলাটি করে।
গুগলের মতো বৃহদাকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর গুগলের বিরুদ্ধে মামলা হলো।
এদিকে মামলাটি ‘অনেক ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান গুগল।
কোম্পানিটির ভাষ্য, অনলাইন খাত অনেক প্রতিযোগিতাপূর্ণ। গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দেয়াই তাদের নীতি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, ‘মানুষ বাধ্য হয়ে বা বিকল্প না পেয়ে গুগল ব্যবহার করে না। পছন্দ করে বলেই তারা গুগল ব্যবহার করে।’
সূত্র: বিবিসি