করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সেই নারী!
- আপডেট টাইম : ০৬:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 88
৭১: প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলার বাদী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, তার দেহে করোনার উপসর্গ থাকায় রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১টায় ভর্তি করা হয়।
এই প্রসঙ্গে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের ওই শিক্ষার্থী গতরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা। তবে হাসপাতালের ৯০২ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
এর আগে গত ৮ অক্টোবর থেকে নুরসহ ৬ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ওই ছাত্রী।
প্রসঙ্গত, গত ২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় নুরুল হক নুর ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেন ওই ছাত্রী।
এরপর ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে ওইরাতেই তাকে ছেড়ে দেয়া হয় তাকে।
এদিকে এ মামলায় গত রোববার রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুর থেকে দুই আসামি সাইফুল ইসলাম ও নাজমুল হুদাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।