চাঁদেও ফোরজি নেটওয়ার্ক
- আপডেট টাইম : ০৬:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 85
৭১: পৃথিবীর মতো, চাঁদেও ফোরজি নেটওয়ার্ক এক সময় ফাইভজি-তে আপগ্রেড হবে বলে আশা করা যায়। আর এই নেটওয়ার্ক চাঁদে নিয়ে যাচ্ছে নাসা ও নোকিয়া।
নাসা বলছে, ফোরজি চাঁদে অবস্থিত বর্তমান রেডিও নেটওয়ার্ক এর চেয়ে আরও নির্ভরযোগ্য। যা দীর্ঘ-দূরত্বের যোগাযোগ রক্ষা করতে সক্ষম। এ জন্য মোট খরচ পড়বে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১৪.১ মিলিয়ন ডলারের কাজ করবে নকিয়া। খবর সিএনএন
নাসার এই উদ্ভাবনের মধ্যে রয়েছে রিমোট বিদ্যুৎ উৎপাদন, ক্রায়োজেনিক ফ্রিজিং, রোবোটিক্স এবং ফোরজি সেবা।
জনপ্রিয় উপস্থাপক ও লেখক জন অলিভার ঠাট্টা করে বলেছেন, ফোরজি সম্ভবত পৃথিবী থেকে চাঁদে আরও ভাল কাজ করবে। কারণ ফোরজি সিগন্যালে হস্তক্ষেপ করার জন্য কোনও গাছ, বিল্ডিং বা টিভি সংকেত থাকবে না।
বেল ল্যাবসের একজন মুখপাত্র বলেন, নভোচারীরা তাদের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা সংরক্ষণ, চন্দ্র রোভার নিয়ন্ত্রণ, রিয়েল-টাইম নেভিগেশনসহ ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন।
পৃথিবীতে ফোরজি নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ এর জন্য রয়েছে বিশালাকার সেল টাওয়ার। বেল ল্যাবগুলো ছোট সেল প্রযুক্তি তৈরি করে। যা সেল টাওয়ারগুলোর তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করে।