শিরোনাম :
শাহজালালে কোটি টাকার ইয়াবা জব্দ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / 82
৭১: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ হাজার ৯শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সৌদিগামী রেডিমেট গার্মেন্টসের রফতানি পণ্য চালানের ৩টি কার্টন থেকে এগুলো পাওয়া যায়। ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে এগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কাস্টম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। |
Tag :