ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাপিয়ার রায় ঘোষণার সময় আদালতে যা ঘটেছিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / 96

৭১: যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে অস্ত্র আইনে করা মামলায় ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া অস্ত্র আইনের অপর এক ধারায় তাদের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় দুই ধারার কারাদণ্ড একই সঙ্গে চলবে বলেও আদেশে উল্লেখ করেছেন বিচারক।

এদিকে রায় ঘোষণার আগে পাপিয়াকে নীরব দেখা গেলেও পরে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘোষণার আগে পাপিয়া দম্পতিকে আদালতে নেয়া হয়। বিচারক আদালতে আসার পর তাদের কারাদণ্ডের আদেশ দেন। এরপর পুলিশ সদস্যরা তাকে কাঠগড়া থেকে প্রিজন ভ্যানে নিয়ে যান।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

Tag :

শেয়ার করুন

পাপিয়ার রায় ঘোষণার সময় আদালতে যা ঘটেছিল

আপডেট টাইম : ০৬:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

৭১: যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে অস্ত্র আইনে করা মামলায় ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া অস্ত্র আইনের অপর এক ধারায় তাদের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় দুই ধারার কারাদণ্ড একই সঙ্গে চলবে বলেও আদেশে উল্লেখ করেছেন বিচারক।

এদিকে রায় ঘোষণার আগে পাপিয়াকে নীরব দেখা গেলেও পরে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘোষণার আগে পাপিয়া দম্পতিকে আদালতে নেয়া হয়। বিচারক আদালতে আসার পর তাদের কারাদণ্ডের আদেশ দেন। এরপর পুলিশ সদস্যরা তাকে কাঠগড়া থেকে প্রিজন ভ্যানে নিয়ে যান।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।