ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / 78

৭১: দিনাজপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে মূল আসামী মো. সাগর (২০) কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। ধর্ষণের সহযোগিতা করায় মামলার অপর আসামী নুর আলম (১৯) পলাতক রয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় দিনাজপুর কোতয়ালী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মামলার মূল আসামীকে দিনাজপুর শহরের শেখপুরা গ্রাম থেকে আটক করে। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাবা বাদী হয়ে ওই ২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী থানার এসআই বদিউজ্জামান জানান, ২৫ সেপ্টেম্বর রাতে দিনাজপুর শহরের শেখপুরা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শেখপুরা গ্রামের মো. আমিনুর হকের ছেলে ধর্ষক সাগরের নিজ বাসায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এসময় ধর্ষক সাগরকে সহায়তা করে একই এলাকার মাসুদ আলমের ছেলে নুর আলম।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। রাতে শেখপুরা এলাকা থেকে সাগরকে আটক করা হয়। মামলার অপর আসামী নুর আলমকে গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামী একই এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিলেন। এই কাজে তাকে সহায়তা করেন অপর আসামী নুর আলম। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামী নুর আলম ভিকটিমকে বাড়ী থেকে ডেকে নিয়ে সাগরের বাড়িতে যায়। ওই সময় আসামী সাগরের বাড়িতে কেউ না থাকায় সাগর তার নিজ কক্ষে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম নিজ বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করে। এই ঘটনায় গত শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইনের ৯(১)/৩০ জিআর ৭৩৪/২০২০ ধারায় মামলা দায়ের করেন। (মামলা নং-২৪, তাং-১১.১০.২০২০ ইং)।

দুপুর আড়াইটায় আটক নারী ধর্ষক সাগরকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী আদালত-১) সোপর্দ করা হয়েছে ।

কোতয়ালী থানার ওসি জানিয়েছেন নির্যাতিতা স্কুল ছাত্রীকে ফরেন্সি রির্পোটের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগে প্রেরণ করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

দিনাজপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

৭১: দিনাজপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে মূল আসামী মো. সাগর (২০) কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। ধর্ষণের সহযোগিতা করায় মামলার অপর আসামী নুর আলম (১৯) পলাতক রয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় দিনাজপুর কোতয়ালী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মামলার মূল আসামীকে দিনাজপুর শহরের শেখপুরা গ্রাম থেকে আটক করে। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাবা বাদী হয়ে ওই ২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী থানার এসআই বদিউজ্জামান জানান, ২৫ সেপ্টেম্বর রাতে দিনাজপুর শহরের শেখপুরা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শেখপুরা গ্রামের মো. আমিনুর হকের ছেলে ধর্ষক সাগরের নিজ বাসায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এসময় ধর্ষক সাগরকে সহায়তা করে একই এলাকার মাসুদ আলমের ছেলে নুর আলম।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। রাতে শেখপুরা এলাকা থেকে সাগরকে আটক করা হয়। মামলার অপর আসামী নুর আলমকে গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামী একই এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিলেন। এই কাজে তাকে সহায়তা করেন অপর আসামী নুর আলম। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামী নুর আলম ভিকটিমকে বাড়ী থেকে ডেকে নিয়ে সাগরের বাড়িতে যায়। ওই সময় আসামী সাগরের বাড়িতে কেউ না থাকায় সাগর তার নিজ কক্ষে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম নিজ বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করে। এই ঘটনায় গত শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইনের ৯(১)/৩০ জিআর ৭৩৪/২০২০ ধারায় মামলা দায়ের করেন। (মামলা নং-২৪, তাং-১১.১০.২০২০ ইং)।

দুপুর আড়াইটায় আটক নারী ধর্ষক সাগরকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী আদালত-১) সোপর্দ করা হয়েছে ।

কোতয়ালী থানার ওসি জানিয়েছেন নির্যাতিতা স্কুল ছাত্রীকে ফরেন্সি রির্পোটের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগে প্রেরণ করা হয়েছে।