দায়িত্ব গ্রহণের পর কার্যালয়ে নতুন অ্যাটর্নি জেনারেল
- আপডেট টাইম : ০৫:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / 74
৭১: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর রোববার (১১ অক্টোবর) সকালে কার্যালয়ে বসেছেন। এ সময় তাকে রাষ্ট্রের আইন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
এদিকে কার্যালয়ে ফিরে আমিন উদ্দিন বলেন, জমে থাকা মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করার ব্যবস্থা নেয়া হবে। আর প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো এগিয়ে নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এ এম আমিন উদ্দিন।