ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণধর্ষণের শিকার আরেক নারী, আটক ৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 88

- প্রতীকী ছবি

৭১: সাভারের আশুলিয়ায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। অভিযুক্ত সাতজনের মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে আশুলিয়ার রোস্তমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, মিরপুরের বাসিন্দা ওই গৃহবধূর সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আশুলিয়ার রুস্তমপুরের এক যুবক। এরপর ওই যুবক গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকায় ডেকে নেয়। পরে একটি নির্জন জঙ্গলে নিয়ে তাকে সাত বন্ধু মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর অভিযোগে বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার রুস্তমপুরে অভিযান চালানো হয়। আটক করা হয় পাঁচজনকে। বাকী দুইজনকেও আটকের চেষ্টা চলছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছেন।

আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনাকারী আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদকে মুঠোফোনে পাওয়া যায়নি।

গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ। ভুক্তভোগীর বড় বোন ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতার তিনজনের মধ্যে দুই আসামি গতকাল বৃহস্পতিবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করেন আদালত।

Tag :

শেয়ার করুন

গণধর্ষণের শিকার আরেক নারী, আটক ৫

আপডেট টাইম : ০৬:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০

৭১: সাভারের আশুলিয়ায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। অভিযুক্ত সাতজনের মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে আশুলিয়ার রোস্তমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, মিরপুরের বাসিন্দা ওই গৃহবধূর সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আশুলিয়ার রুস্তমপুরের এক যুবক। এরপর ওই যুবক গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকায় ডেকে নেয়। পরে একটি নির্জন জঙ্গলে নিয়ে তাকে সাত বন্ধু মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর অভিযোগে বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার রুস্তমপুরে অভিযান চালানো হয়। আটক করা হয় পাঁচজনকে। বাকী দুইজনকেও আটকের চেষ্টা চলছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছেন।

আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনাকারী আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদকে মুঠোফোনে পাওয়া যায়নি।

গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ। ভুক্তভোগীর বড় বোন ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতার তিনজনের মধ্যে দুই আসামি গতকাল বৃহস্পতিবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করেন আদালত।