শিরোনাম :
ফুলবাড়ীতে ৪ জুয়ারী আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / 87
৭১: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৪ জুয়ারীকে হাতেনাতে আটক করেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে আটক ওই জুয়ারীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানার পুলিশ।
এ সময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় অনন্তপুর বেড়াকুটি গ্রামের মোবারক আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫) একই গ্রামের নবার আলীর ছেলে আলী হোসেন (৪০) সুদন মিয়ার ছেলে লুৎফর রহমান (৫০) এবং মোবারক হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৮) কে তাস, ১৭ হাজার ৪২০ টাকা ও মোবাইল সেট সহ আটক করে।
পরে থানায় এনে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এস আই প্রভাত চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :